জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে তিতাস উপজেলায় মাধ্যমিক পর্যায়ে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।
পরপর দুই বার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি। ২০১৬ সালে প্রধান শিক্ষককের দায়িত্ব পাওয়ার পর তিনি স্কুলের মান উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি সাধন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটস তিতাস উপজেলা শাখার কমিশনার। বাংলাদেশ শিক্ষক সমিতি তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে।
অপরদিকে প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে পরপর তিনবার সেরা হয়েছে। ফুটবলে ৭ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে আর্চারী, টেবিল টেনিস, স্কাউটস, গার্লস গাইড। স্কুলটিতে আরও রয়েছে মডেল লাইব্রেরি, রোবোটিকস ক্লাব, বঙ্গবন্ধু কর্ণার, কম্পিউটার ল্যাব, ইন্টারকম সুবিধা, সিসিটিভি মনিটরিং সিস্টেম ও সৌরবিদ্যুৎ এর সুবিধা। মোটকথা প্রত্যন্ত অঞ্চলে আধুনিকতার ছোঁয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক ক্যাটাগরিতে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রথম স্থান অধিকার করেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক পরপর দুই বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানাই।
এ বিষয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ বশির আহমেদ বলেন, লালপুর গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা।
অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাইনুল ইসলাম ও সাবেক প্রধান বিচারপতি তফাজ্জল হোসেন আমাদের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন। স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্য, সকল শিক্ষক, অভিভাবক, ছাত্র -ছাত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা না পেলে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হতো না। সকলের সহযোগিতা পেলে আশা করি সাফল্যের এ ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।
এফআর/অননিউজ