কুমিল্লার তিতাসে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৮ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার খান মডেল সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএস সুমন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন সরকারের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, উপজেলা যুব লীগের আহবায়ক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজিব মুন্সি প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজ শিকদার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,
নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার,সাধারণ সম্পাদক মো.গিয়াসউদ্দিন, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ নূর নবী, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো.কবির সিকদার,কড়িকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ সরকার,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরণ,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে ডাঃ এম এ ছাত্তারকে সভাপতি এবং মেহরাব হোসেন সিকদার সবুজকে সাধারণ সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি
ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
এফআর/অননিউজ