কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন নবধারার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কড়িকান্দি বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি, সংগঠক, লেখক মোঃ আলী আশরাফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মমিনুল ইসলাম, নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ সাহাবুদ্দিন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, মাওলানা আঃ কাদের আশরাফী, এএসআই (এসবি) মফিজুর রহমান প্রমূখ।
সভাপতিত্ব করেন সংগঠনের স্থায়ী সদস্য আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোঃ সজল ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন, নবধারার সাবেক সভাপতি ফারুক হোসেন সরকার, মোল্লা ওমর ফারক, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন মুন্সি, স্থায়ী সদস্য মাওলানা রবিউল ইসলাম, সাইফুল ইসলাম নাজমুলসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে আগামী ১ বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বন্দরামপুর গ্রাম থেকে সংগঠনের কার্যক্রম শুরু হলেও বর্তমানে কড়িকান্দি ইউনিয়নের ১২ টি গ্রামে কার্যক্রম চলছে। আগামীতে পুরো তিতাসে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সদস্যরা।