কুমিল্লার তিতাসে রিয়াজ হোসেন নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনায় রিয়াজ হোসেন (২০) নামের এ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।মঙ্গলবার সকাল ১১ টার দিকে দাউদকান্দি উপজেলার চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া পূর্ব পাড় গ্রামের মো. শহিদ কারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি বাস তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পরে যায়। এতে ঘটনাস্থলে রিয়াজ গুরুতরভাবে আহত হলে সাথে সাথে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলে। তাকে ঢাকা মেডিকেল পৌছানোর পূর্বেই আহত রিয়াজ মৃত্যুবরণ করেন।