তিতাসে হোটেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
হালিম সৈকত, কুমিল্লা।।
গতকাল মাছিমপুর বাজারে অভিযান পরিচালনা করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে আশিক উর রহমান।
এসময় মাছিমপুর বাজারের মাসুদ রানার হোটেলের ভিতরে গিয়ে দেখা যায় ফ্রিজে কাচা মাংসের সাথে একই সাথে পূর্বে রান্না করা কয়েক ধরনের খাবার রাখা হয়েছে। যার ফলে ক্রস কন্টামিনেশনের ফলে উভয় ধরনের খাবারই জীবানুর দ্বারা আক্রান্ত হয় ও দূষিত হয়। এছাড়া ফ্রিজে কিছু কাচা মাংস নষ্ট অবস্থায় পাওয়া যায় এবং বেশ কিছু খাবার খোলা রাখা অবস্থায় পাওয়া যায়।
সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী রেস্টুরেন্টটিকে ১০০০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ফ্রিজের মধ্যে রাখা নষ্ট হয়ে যাওয়া খাবার এবং অন্যান্য খাবারের মধ্যে পুরনো ও নষ্ট হয়ে যাওয়া মিষ্টি ধ্বংস করা হয়।
এসময় তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।