কুমিল্লার তিতাসে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। রফিকুল ইসলাম কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের
মৃত আইয়ুব আলীর সন্তান। গতকাল দিবাগত মধ্য রাতে গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ৬ তলা ভবন থেকে আটক করেছে তাকে। সে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। যার একটি সি আর ৯৪৫/১৬ইং। এই মামলায় তার এক বছর বিনাশ্রম কারাদন্ড ও এগার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা হয়েছে । অপর মামলা সি আর ৬০৭/১৭ইং সাজা ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ আটাশি হাজার টাকা জরিমানা। সে দুটি মামলারই সাজাপ্রাপ্ত আসামি। গতকাল রাতে তিতাস থানার চৌকস অফিসার এসআই মোঃ বিল্লাল হোসেন ও এএসআই মোঃ শাহজাহান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আজ তাকে কুমিল্লা কোর্টে চালান করা হবে বলে জানিয়েছেন এসআই মোঃ বিল্লাল হোসেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।