তিতাস, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা আ'লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল সোমবার বিকেলে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর ও নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আ'লীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন ভূইয়া, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ'লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মালেক মোল্লা,মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ হাসিনা আক্তার মেম্বার,সদস্য গাজাী মোঃ সিরাজুল ইসলাম, আবুল হাসেম,কড়িকান্দি সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী,মজিদপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূইয়া, জিয়ারকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের,ভিটিকান্দি ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি মোঃ কবির সিকদার, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, তিতাস উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার, সহ বিভিন্ন ইউনিয়ন আ'লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এফআর/অননিউজ