কুমিল্লা মহানগরীর তিনশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন রোটারিয়ান মোঃ হাবিবুর রহমান রাসেল৷ মঙ্গলবার বিকেলে নগরীর ২২ নং ওয়ার্ডের হলি কেয়ার মডেল স্কুলের মিলনায়তনে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউর রহমান, হাজী মোঃ মফিজুল ইসলামসহ অন্যানরা।
উপহার বিতরণ শেষে হাবিবুর রহমান রাসেল বলেন, আমি রাজনীতি করি আমার ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য। তাদেরকে ভালোবেসেই ঈদ উপহার বিতরণ করেছি। সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।
হাবিবুর রহমান রাসেল আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি। আমাদের অভিভাবক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার ভাইয়ের বিশস্ত ভ্যানগার্ড মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ভাইয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
সামনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আমি কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করবো৷ আমি কাউন্সিলর নির্বাচিত হলে সবাইকে নিয়ে সামাজিক নিরাপত্তা, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গঠন করবো।