তিস্তা বাঁচাই আন্দোলনে কুড়িগ্রামের তিস্তা পাড়ে হাজারো মানুষের ঢল

শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে কুড়িগ্রামে তিস্তার তীরবর্তী এলাকায় ২ দিনের অবস্থান কর্মসুচী শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

আজ সোমবার বিকেল ৩ টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকা থেকে ৪৮ ঘন্টার কর্মসূচী উদ্বোধন করেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগামীকাল রাত ১২টায় শেষ হবে ২ দিনের অবস্থান কর্মসুচী।তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে অবস্থান কর্মসূচিতে জাগরনের গান,ভাওয়াইয়া,
দেশাত্মবোধক সংগীত,নাটক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অবস্থান কর্মসূচিতে রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে।

তিস্তা পাড়ের মানুষেরা জানায়,শুকনো মৌসুমের শুরুতেই তিস্তা নদীর বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার জুড়ে পানি শুন্য হয়ে পড়েছে। নদীর বিভিন্ন অংশ সরু নালা দিয়ে বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে। শুকনো মৌসুমে নদীর বুকে জেগে উঠা চরে চাষ হচ্ছে বিভিন্ন ফসল। হুমকির মুখে পড়েছে তিস্তার তীরবর্তী অঞ্চলের জীবন জীবিকা। তিস্তা নদীর তীরবর্তী কুড়িগ্রাম,লালমনিরহাট,নীলফামারী,রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে অবস্থান কর্মসূচি পালন করছে নদী তীরবর্তী এলাকার মানুষেরা। এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লং-মার্চ করেছিল বিএনপি। লং মার্চটি নীলফামারী জেলার ডালিয়া ব্যারেজের অভিমুখে যাএা শুরু করে। পরে ডালিয়ার তিস্তা ব্যারেজের কাছে সমাবেশ করে।এতে আর ও উপস্থিত আছেন তিস্তা বাঁচাই আন্দোলনের আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান,সাইফুর রহমান রানা,সদস্য আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, শফিকুল ইসলাম বেবু,হাসিবুর রহমান হাসিব সহ সকল স্তরের নেতৃবৃন্দ।

আরো দেখুনঃ