তীব্র শীত উপেক্ষা করে মাঝরাতে জয়পুরহাটের ছিন্নমূল, অসহায় ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেছে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী।
ঠাণ্ডা বাতাসের দাপট, ঘণ কুয়াশা আর শিশির মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম শীতল শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শনিবার দিবাগত রাতে দলীয় নারী নেত্রীদের সঙ্গে নিয়ে রেলস্টেশনে থাকা শীতকাতর ছিন্নমূল মানুষ ও শহরের বস্তিতে বাড়ী বাড়ী গিয়ে এসব কম্বল বিতরণ করে পাশে দাঁড়ালেন জেলা মহিলা আওয়ামী লীগের এই নেত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা সিদ্দিকা ও নিশাত বেগমসহ অন্যান্যরা।
কম্বল বিতরণকালে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী বলেন, তীব্র শীত জেঁকে বসেছে তার পরেও বছরের প্রথম দিনে সবাই যেন একটু ভালো ভাবে থাকতে পারে সেজন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর পক্ষ থেকে বিতরণ করছি। সকলেই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।