পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক প্রয়োগ করে নগদ এক লাখ টাকা লুট করে পালিয়েছে চোর চক্র। এ ঘটনায় একই পরিবারের ৪ সদস্য অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তারা শঙ্কামুক্ত থাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পরিবারটি।
শুক্রবার (৭ মার্চ) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দাড়িয়াগছ গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক (অটো) চালক আব্দুল হামিদের বাড়িতে চুরির এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, চেতনানাশক প্রয়োগে অসুস্থরা হলেন- ইজিবাইক চালক আব্দুল হামিদ, হামিদের স্ত্রী মালেকা বানু, ছেলে মেহেদী হাসান (২০) ও মেয়ে হিমা আক্তার হাবিবা (১৫)।
আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান জানান, শুক্রবার বিকেলে শালবাহান বাজার থেকে খাবার নিয়ে বাড়ির সবাই ইফতার করি। ইফতারের সময় শুধু মাত্র বাড়ির টিউবওয়েলের পানি ব্যবহার করেছি। এর পর বাবা ও আমি বাজারের উদ্দেশ্যে বের হই। পরে বাজারে চোখে ঘুম নিয়ে আমরা প্রচুর অসুস্থ বোধ করি। বেশ কিছুক্ষণ পর সন্দেহ হলে দ্রুত মোবাইল ফোনে বাড়িতে খবর নেই। এর পর স্থানীয়দের সহায়তা নিয়ে বাড়িতে চলে আসি। এসময় মা ও ছোট বোনকে ঘুমানো অবস্থায় দেখতে পাই। এর মাঝে চোরেরা ঘরে প্রবেশ করে বক্স খাটের (বিছানা) ছোট টুল বক্সের তালা ভেঙে নগদ ১ লাখ টাকা নিয়ে গেছে। ঘটনার আগে বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি সাদা মোটরসাইকেল ও ইজিবাইকে কিছু লোককে দেখেছিল বলে জানান তিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, এই মাত্র অবগত হইলাম। আমরা দ্রুত খবর নিচ্ছি, পরিবারটি অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।