পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া জামাল উদ্দীনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সংগঠনটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
তিনি জানান, জামাল উদ্দীন গত বছর সংগঠনে যুক্ত হলেও চলতি বছরের ২২ জুন চারিত্রিক নানা সমস্যার কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জামাল উদ্দীন এক বছরের বেশি সময় আগে স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে করেন। পরে চলতি বছরের ১৪ জুন আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়। তবে গত এক বছর ধরে স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ায় জামালের স্ত্রীর এক আত্মীয়া ধর্ষণ মামলা করেন।
এদিকে গত ২০ সেপ্টেম্বর তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের জামাল উদ্দীনকে ওই মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে কিছু গণমাধ্যমে তাকে জামায়াত কর্মী হিসেবে সংবাদ প্রকাশ হয়। যা সত্য নয় বলে জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, প্রচার বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
jn
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com