পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর শহিদুৃল ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শহিদুল একই এলাকার আব্দুল রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ জুলাই) বিকেল ৫টার সময় বাড়ি থেকে বের হয়ে মাঠে গরু আনতে যান তিনি। একসময় সন্ধা পার হয়ে যাওয়ার পরেও কোন খবর না থাকায় পরিবারের লোকেরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করে। এদিকে বৃহস্পতিবার ভোর সকাল ৬টার সময় স্থানীয়রা ছোট একটি কালভার্টের নিচে পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও থানা পুলিশকে খবর দেয়। খকর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
এফআর/অননিউজ