তেঁতুলিয়ায় ফেন্সিডিলসহ আটক ১
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি।।
তেঁতুলিয়া উপজেলায় ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রির সময় নাঈম হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলি ডাংগি বাজার সংলগ্ন মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।আটককৃত নাঈম হোসেন তেঁতুলিয়া উপজেলার বাইন গঞ্জ এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে এস আই দীনবন্ধু, এএস আই মোখলেছ ও এএস আই আকতার পাগলী ডাঙ্গী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার হেফাজতে থাকা ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। যার সিজার মূল্য প্রায় ২০ হাজার ৮০০ টাকা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24