পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বালতির পানিতে পড়ে মাহফুজা (১৫মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত শিশু মাহফুজা একই গ্রামের আব্দুল গফুরের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের ভিতরে শিশুটি খেলাকরছিল। এদিকে তার বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত থাকায় খেলার এক ফাঁকে ঘরের ভেতর থাকা বালতির পানিতে শিশু মাহফুজা পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা শিশুটিকে বালতির পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ভজনপুর বাজারে নিয়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম নিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।