পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে উসমান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘন্টাপর মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। মৃত উসমান আলী গনাগছ গ্রামের মৃত সাপাদ আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের মত সকালে নদীতে মাছ ধরতে জাল নিয়ে যান উসমান। একসময় নদীর পানিতে ডুব দেয় সে। আশপাশের লোকজন বেশ-কিছুক্ষণ ধরে তাকে উপরে উঠতে দেখতে না পেয়ে পরিবারসহ ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশসহ ছুটে আসেন। এদিকে প্রায় আড়াই ঘন্টা পর স্থানীয়দের সহায়তার তাকে উদ্ধার করে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।