পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে চা পাঁচারের চেষ্টার সময় পরিত্যক্ত অবস্থায় চার বস্তা চা প্রায় ১৮০ কেজি চা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় বাজারে দেপনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গেটের সমনে সড়কে চা গুলো পরিতাক্ত অবস্থায় পায় পুলিশ। তবে এঘটনার সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয় নি।
এর আগে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) ভোর রাতে উপজেলার ভজনপুর বাজার থেকে পাঁচার হওয়ার সময় ৪০ বস্তা চা প্রায় ১৮ শত কেজি চা, একটি পিকাব জব্দসহ একজনকে আটক করে পুলিশ। এর একদিন পর মঙ্গলবার একটি ভ্যান করে চার বস্তা চা চোরাইপথে আবারো পাঁচারের চেষ্ট করলে স্থানীয়দের সহায়তায় ভ্যানটিকে আটক করে থানা পুলিশকে খবর দেয়া হয়। তবে এর মাঝে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আগেই কৌশলে চালক চা ফেলে পালিয়া যায়। পরে চা জব্দ করে থানায় নেয়া হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কাউকে আটক করতে না পারায় জিডি মূল্যে চা গুলে হেফাযতে রাখা হয়েছে।
এফআর/অননিউজ