পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার ৫ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
জানা যায়, অভিযানের সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬ জন ব্যক্তিকে পৃথকভাবে ৩ হাজার ৩’শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে এ সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।