পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তের তিন শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত সমিতি।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশু স্বর্গ ফাউন্ডেশনের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ ও হিসাব নিয়ন্ত্রক হোসেন পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, বাপবিবো’র সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, এজিএম (প্রশাসন) তাহমিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, এজিএম (আইটি) সোহেল রানা ও কাজী মকসেদুর রহমানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফআর/অননিউজ