পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাইওয়ে সড়কের উপর অবৈধভাবে পাথর-বালু স্তুপ করে রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে এক ট্রাক চালককে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) বিকাল থেকে সন্ধা পর্যন্ত তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভাদ্রুবাড়ী এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
এসময় অভিযানের নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় হাইওয়ে সড়কের দুই পার্শ্বে সড়কের জায়গার উপর ও ঢাল দখল করে অবৈধভাবে স্তুপ করে রাখা পাথর, বালু, স্টোন ক্রাশিং ও নেটিং মেশিন অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের উপর পাথর ও বালু স্তুপ করে রাখার দায়ে মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০১ মোতাবেক দুই পাথর ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ট্রাক চালানোর দায়ে এক চালককে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।