পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আল্পনা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। আল্পনা একই গ্রামের মোমিনের স্ত্রী।
তবে স্থানীয়রা মৃত্যুটি রজস্যজনক বলে ধারণা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোমিন ও আল্পনার প্রায় ১ বছর আগে বিয়ে হয়। দুজনেই নতুন করে আলাদা বাড়ি করে থাকতো। বুধবার সকালে বাড়ির কাজ শেষে বাইরে যায় মোমিন।
সকাল ১১টায় বাড়ি ফিরে আল্পনার ফাঁস লাগা অবস্থায় রান্না ঘরে মৃতদেহ ঝুলতে দেকে চিৎকার করে। দ্রুত স্থানীয়রা মৃতদেহটি দেখে ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলমান রেখেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত মৃত্যুর কারণ জানা যাবে।
আয়েশা আক্তার/অননিউজ24