পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর বোঝাই দ্রুতগামী এক ট্রাকের চাপায় সাদেকুল সোহান (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলী ডাংগী এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত সাদেকুল একই ইউনিয়নের তজিবদ্দীনের ছেলে। সে বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু সাদেকুল নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। একসময় মহাসড়কে উঠলে বাংলাবান্ধা বন্দর এলাকা থেকে পাথর বোঝাই পঞ্চগড় গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পাগলী ডাংগী এলাকায় সড়কের সাইটে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে শিশু সাদেকুল। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সড়ক দূর্ঘটনায় ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।