পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়কে পড়ে থাকা ২৩ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার রণচন্ডি ইউনিয়নের ভাদুর বাড়ি এলাকায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবকের লাশ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়। এদিকে স্থায়ী জনপ্রতিনিধিদের নিয়ে দুপুর পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলে পরিচয় পাওয়া যায় নি।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের মাথা ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণে প্রক্রিয়াধীন রয়েছে লাশটি। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
আয়েশা আক্তার/অননিউজ24