ইসরায়েলের রাজধানী তেল আবিবে গাড়ী হামলায় এক পর্যটক নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ সম্ভাব্য গাড়ি হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। তেল আবিবের সমুদ্র সৈকতের কাছে এঘটনা ঘটে এবং নিহত ওই পর্যটক ইতালীর নাগরিক বলে জানা গেছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নিহতের নাম আলেসান্দ্রো পারিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি হঠাৎ পথচারীদের আঘাত করে ফুটপাতের ওপর উল্টে যায়, এতে হতাহতের ঘটনা ঘটে। আর এ সময় পুলিশও তৎক্ষণাৎ গাড়িটির চালককে গুলি করে। গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ হামলায় তাদের একজন নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দেন তিনি। এদিকে পর্যটক নিহতের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সামরিক বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com