‘তোমার স্বামীকে মেরেছি কিন্তু তোমাকে মারবো না, মোদিকে গিয়ে এটা বলো’
অনলাইন ডেস্ক।।

কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে সম্প্রতি পর্যটকদের ওপর চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন মঞ্জুনাথ রাও নামের এক ব্যক্তি। তার স্ত্রী পল্লবী, যিনি এই হামলায় কোনোমতে বেঁচে ফিরেছেন, জানিয়েছেন হৃদয়বিদারক সেই ঘটনার বিবরণ।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পল্লবী বলেন, “এখনও যেন এক দুঃস্বপ্নে আছি। আমরা তিনজন—আমি, আমার স্বামী আর আমাদের ছেলে—কাশ্মীর ভ্রমণে গিয়েছিলাম। দুপুর দেড়টার দিকে আচমকা গুলির শব্দে এলোমেলো হয়ে যায় সবকিছু। আমার চোখের সামনেই গুলিতে লুটিয়ে পড়ে আমার স্বামী। আমি চিৎকার করে কাঁদছিলাম।”
পল্লবী জানান, হামলাকারীরা মূলত পুরুষদের লক্ষ্য করছিল। মহিলাদের ও শিশুদের অনেকক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে প্রাণে বাঁচিয়ে দেওয়া হয়। “আমি যখন এক হামলাকারীর সামনে গিয়ে দাঁড়াই, সে আমাকে না মেরে বলে, ‘তোমার স্বামীকে মেরেছি, কিন্তু তোমাকে মারব না। মোদিকে গিয়ে এটা বলো।’ আমি তাকে বলেছিলাম, তুমি আমার স্বামীকে মেরেছ, আমাকেও মেরে ফেলো। কিন্তু সে জবাব দেয়, ‘না, তোমায় মারব না। গিয়ে মোদিকে বলো।’”
হামলার পর স্থানীয় কয়েকজন সাহসী মানুষ দ্রুত এগিয়ে আসেন আহতদের সাহায্যে। তারা আহতদের টাট্টু ঘোড়ায় চাপিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পল্লবী জানান, “তিনজন মানুষ, যারা বারবার ‘বিসমিল্লাহ’ বলছিল, আমাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
এই নির্মম হামলা দেশজুড়ে নিন্দার ঝড় তোলে। কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন হামলাকারীদের খুঁজে বের করতে তৎপরতা শুরু করেছে। সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রঃ বিডি24লাইভ
মাসু/অননিউজ২৪।