ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিক, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম , ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খুরশিদুল আলম মজিব ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবাইর হোসনে প্রমূখ।
এসময় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় ।
এফআর/অননিউজ