ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ বছরও হরিরামপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আবু সাঈদ। আজ সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এবারও চশমা প্রতীক পেয়েছেন।
শুক্রবার সকালে ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনাম প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ কাজ সম্পন্ন করেছেন। চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ জানান, ইউনিয়ন জুড়েই তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। সে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।