ময়মনসিংহের ত্রিশালে উপজেলার গ্রাম পুলিশ দফাদার,মহল্লাদারদের মাঝে ২০২১ অর্থ বছরে ১১২ জনকে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ স্থানীয় সরকারের উপপরিচালক, জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবুল কালাম, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ প্রমুখ।