ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে স্কুল, মাদ্রাসা কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮অক্টোবর) উপজেলার বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতার ৫১তম আসর অনুষ্ঠিত হয়।
এই আসরের ভেনু হিসেবে ২নং ওয়ার্ডের উপজেলা পরিষদের পুকুরকে নির্বাচন করা হয়। এ সাঁতার প্রতিযোগিতায় ২টি ইভেন্টে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
এ সময় সাঁতার প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ফজলুল হক, আলী আকবর স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উপজেলা একাডেমীক সুপারভাইজার শাহানা আক্তার, দুখু মিয়া বিদ্যানিকেতন বটতলা স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রধানগণ উপস্থিত ছিলেন।