স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য রেলী। রেলী শেষে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনর সরকার।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী কর্মকর্তা, ইউপি সচিব ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ অংশ গ্রহণ করেন।
এফআর/অননিউজ