সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৪ অক্টোবর ) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাশেদুল ইসলাম কনফেরেন্স হল রুমে আলোচনা সভা অনুন্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুর ইসলাম মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঝিল্লুর আ ন ম, উপজেলা মহিলা অফিস সহকারী ও কাম কম্পিউটার আয়েশা সিদ্দিকী প্রমুখ। আলোচনা শেষে বন্ধন হস্ত ও কুটির শিল্পায়ন সংস্থার সভানেত্রী চাইনিজ আক্তারকে ৪০ হাজার টাকা ও দরিরামপুর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নাছিমা আক্তারকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।