ময়মনসিংহের ত্রিশালে নওধার জিরো পয়েন্টে অবস্থিত টি এমসি হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
(২২ আগষ্ট) সোমবার সকালে পোড়াবাড়ি নতুন বাজার আলহাজ্ব গিয়াস উদ্দিন মডেল স্কুলের ২৪০ জন ছাত্র ছাত্রীদেরকে টি,এম, সি, হাসপাতালের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই মেডিকেল ক্যাম্প থেকে কিছু কিছু ফ্রি মেডিসিনও দেওয়া হয়। ছাত্র ছাত্রী এবং অবিভাবকরা টি এম সি হাসপাতালের ফ্রি চিকিৎসা পেয়ে খুবই আনন্দিত।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন এমবিবিএস (ডিইউ) ডি এমইউ (আট্রা) (ফ্যামেলী মেডিসিন ) ডা: আশিকুর রহমান আশিক, (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) ডা: মহাজের মহিউদ্দিন।
সংশ্লিষ্ট কতৃপক্ষ নিজাম উদ্দিন (বাবু) জানান টি এম সি হসপিটালের এই ফ্রি চিকিৎসা সেবা প্রদানমূলক কার্যক্রম ক্রমাগত ভাবে চলতে থাকবে বলে জানায়।