ময়মনসিংহের ত্রিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে (১০ নভেম্বর) ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে ত্রিশাল উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল মন্ডল, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান, প্রমুখ সহ ত্রিশাল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা.জাহিদ হোসেন বলেন আগামী দিনে ডাঃ লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনের ক্ষমতা জনগনের হাতে দ্রুততম সময়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। জনগনের চোখের ভাষা বুঝতে হবে। জনগন কী চায় জনগণের বিষয়টি মাথায় নিয়েই সামনের দিকে এগুতে হবে। যে ছেলে মেয়েরা চাকরি পায়নি আগামী দিনে তাদের জন্য চাকরির সুযোগ দেয়া হবে।
একে/অননিউজ24