তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা প্রমূখ।
তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
এফআর/অননিউজ