ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতিকে ঘৃণা করবো সদা সত্য কথা বলবো শীর্ষক" আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২৪ শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ.বি.এম আনিছুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ ওসি মাঈন উদ্দিন, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন সহ স্কুলের শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রশ্নত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এফআর/অননিউজ