ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
ত্রিশাল উপজেলা দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এইচ এম জুবায়ের হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন, দৈনিক বিশ্বের মুখ পত্র পত্রিকার সম্পাদক ইব্রাহিম খলিল রহিম, দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আ, ন ম, ফারুক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খুরশিদুল আলম মজিব, বিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল করিম বাদল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
এফআর/অননিউজ