ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে ধলা নামাপাড়া চকরামপুর জিসি সড়ক (২৩২০) মিটার পাকা করনের কাজের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। আজ বুধবার দুপুরে ধলা নামাপাড়া চকরামপুর জিসি সড়ক পাকা করন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান ও ৯নং বালিপাড়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ বাদল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অফিসার মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়ার সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ ফজলে রাব্বি, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হামিদুর রহমান, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, (সি ই ও) -হেমা ইঞ্জিনিয়ারিং এন্ড ট্রেড প্রাইভেট লিমিটেড কাকি ভুকিট, সিঙ্গাপুর প্রবাসী মোঃ হুমায়ুন কবির। ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহান প্রমুখ।
এসকেডি/অননিউজ