ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে নারী অধিকার ও নাগরিক সমাজ সংগঠন সমুহের অধিবেশন নারী শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার মুল বিষয় চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা প্রধান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭(নভেম্বর) ত্রিশাল প্রেসক্লাবে শুক্রবার সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও তৃণমূল নারী উন্নয়ন সমিতির আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও তৃণমূল নারী উন্নয়ন সমিতির সভাপতি আইনুন নাহার, ত্রিশাল পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,যুব উন্নয়ন অফিসার সেলিম মিয়া, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খুশিদুল আলম মজিব, দৈনিক বণিক বার্তা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি অধ্যাপক আলমগীর কবির, নারী উদ্যোক্তা হেলেনা আক্তার প্রমুখ।
এফআর/অননিউজ