ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।
পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ খোকা মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পোড়াবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী মামুনুর রশিদ, মাওলানা আব্দুল সালাম, মাওলানা কামরুজ্জামান শাকিল, আব্দুল হান্নান মিয়া প্রমূখ।
এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান বক্তারা।
এফআর/অননিউজ