ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
বিএনপি-জামাতের অবৈধ অবরোধ,জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে আজ ( ২ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোকসেদুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান শহীদ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা শফিউল্লাহ মুস্তাফা মনির সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ