ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ - ৭ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী এমপি মনোনয়ন দাখিল করেন।
বৃহস্পতিবার (৩০নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল,পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুকছেদুল আমিন মৃধা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হাসান সোহান প্রমুখ।
ত্রিশাল উপজেলা জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ জনান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১টি আসনে ৩ জন দলীয় ৫ জন স্বতন্ত্র মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের হাফেজ রুহুল আমিন মাদানী, আব্দুল মজিদ জাতীয় পার্টি, জুয়েল রানা জাকের পাটি, আমিনুল হক স্বতন্ত্র, সাবেক পৌর মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ,স্বতন্ত্র, হাবিবুর রহমান স্বতন্ত্র বাবুল মিয়া স্বতন্ত্র, আবুল মনসুর স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এফআর/অননিউজ