ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ-সৌদী আরব মৈত্রী সংসদের সভাপতি ও বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
দলীয় মনোনয়ন নিশ্চিতেরপর তার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলা নিার্বহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাংসদের বড় সন্তান হোসাইন প্রিন্স।
এফআর/অননিউজ