ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বুলবুল-এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী বুলবুলের দাফনের আগে তার নিজ বাড়ি উপজেলার সদর ইউনিয়নের চিকনা গ্রামে ত্রিশাল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এফআর/অননিউজ