ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশালে কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে সমাজসেবা অধিদপ্তর ত্রিশালের আয়োজনে ও সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ধানীখোলা ইউনিয়ন পরিষদের মামুনুর রশীদ সোহেল, বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।
এফআর/অননিউজ