ময়মনসিংহের ত্রিশালে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ২০২৪ সফল করতে সনাতন ধর্মাবলম্বীদের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (৪০৩) ব্যাটেল গ্রুপ কর্নেল মাহমুদ।
রবিবার (৬ অক্টোবর) সকালে ত্রিশাল থানার আয়োজনে ৪নং ওয়ার্ডের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুর আহাম্মেদের
সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেজর নোমান,উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ত্রিশাল সার্কেল অরিত সরকার, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, জামায়াতে ইসলামীর ত্রিশাল উপজেলা শাখার আমীর মাওলানা আ, ন, ম আব্দুল্লাহিল বাকী, পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার,
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, ত্রিশাল কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিতায় রায়, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক প্রণব আচার্য, আশুতোষ চন্দ্র কর্মকার প্রমুখ।