ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান উপলক্ষে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা: দীপুকে জননী গ্রুপের চেয়ারম্যান ইকবাল হোসেন এর সংবর্ধনা।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নওধার জিরো পয়েন্ট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী জননী গ্রুপের চেয়ারম্যান জননেতা ইকবাল হোসেনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নওধার জিরো পয়েন্ট এলাকায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ডা : দীপু মনিকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি ময়মনসিংহে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন।