ময়মনসিংহের ত্রিশালে বঙ্গবন্ধুর কন্যা জন নেত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধাদের আয়োজনে মতবিনিময় সভা দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আয়োজনে শনিবার (১অক্টোবর ) বেলা ৩ টায় মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন কার্যালয় চত্বরে, মুক্তিযোদ্ধা পনর্বাসন সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সস্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাহিদ খান ভোলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র মানিক সাইফুলসহ মুক্তিযুদ্ধারা বক্তব্য রাখেন।
পরে দোয়া মাহফিলের মধ্যদিয়ে আলোচনা শেষে সকল মুক্তিযুদ্ধাদের মাঝে খাবার বিতরন করা হয়।