ত্রিশালে সাব্বিরের নেতৃত্বে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার :

ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল নেতা সাব্বির আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের অন্যতম নেতা সাব্বির আহমেদ।

যুবদলের গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরে বক্তব্যে তিনি বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এই সংগঠন গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অগ্রভাগে রয়েছে। কঠিন সময়েও যুবদল কখনও পিছিয়ে থাকেনি, সর্বদা অগ্রণী ভুমিকা পালন করেছে। আসুন আজকের এইদিনে আমরা সবাই মিলে শপথ নিই, শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে তারুণ্যের প্রাণশক্তি ও দেশপ্রেমে একটি নতুন বাংলাদেশ গড়ি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আবু সাঈদ, জিয়াউল হক জিয়া, হারুন অর রশীদ, গোলাম মোস্তফা, আব্দুল খালেক, আরমান বেপারী, ফজলুল হক সোহান, রফিকুল ইসলাম, সুজন সরকার, নাছির উদ্দিন, মাহমুদুল হাসান, ফরিদ আহমেদ, সোহ্গা সরকার, সাজেদুল ইসলাম পলাশ, ফাইজুর রহমান, ই¯্রাফিল, সুমন, সোহেল, রিয়েন, আরিফ, গোলাম কিবরিয়া, সুমন মিয়া। পৌর যুবদল নেতা মুক্তাদির কাইয়ুম কায়েস, মোরাদ আহমেদ ও ফজলুল করিম ডলার প্রমুখ।

আরো দেখুনঃ