ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি।।
সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন সরকার।
রবিবার সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসন. উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ. মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা. ত্রিশাল থানা পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক. সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহিদ খান ভুলা, প্রমুখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক ও পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ