ময়মনসিংহের ত্রিশালে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন সফল করতে ত্রিশাল উপজেলার সনাতন ধর্মাবলম্বী ৬৫টি পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ৪নং ওয়ার্ডের রামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শ্রী শংকর রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, ত্রিশাল কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিতায় রায়, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক প্রণব আচার্য, আশুতোষ চন্দ্র কর্মকার (মাষ্টার) প্রমুখ।
একে/অননিউজ24